অপরাধের জট ছাড়াতে কেকে মেননের ‘স্পেশাল অপস 2’ (SPECIAL OPS 2), এবার সাইবার হুমকির বিরুদ্ধে লড়াই

বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা অপরাধের জট ছাড়াতে এবার পর্দায় ফিরছেন হিম্মত সিং! ‘স্পেশাল অপস 2’ মুক্তির আগে কেকে মেনন ও তাঁর টিম হাজির হলেন ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারে (I4C)। উদ্দেশ্য একটাই—সচেতনতা, কারণ সাইবার হুমকি এখন বাস্তব বিপদ। ১৮ জুলাই জিও হটস্টারে আসছে এই প্রতীক্ষিত থ্রিলার।