সৌরভ-সৌমিতৃষার জুটিতে আসছে থ্রিলার ছবি “১০ই জুন”, মুক্তি ২১শে ফেব্রুয়ারি!

“সৌরভ চট্টোপাধ্যায় ও সৌমিতৃষা কুন্ডুর জুটিতে আসছে নতুন থ্রিলার ছবি ‘১০ই জুন’, যা মুক্তি পাবে ২১শে ফেব্রুয়ারি। রহস্য এবং প্রেমের মিশেলে তৈরি এই ছবির গল্প, চরিত্র এবং চমকপ্রদ প্রথম লুক দর্শকদের আগ্রহ বাড়াচ্ছে।”