মাঘ পূর্ণিমা ব্রত ২০২৫: তারিখ, মাহাত্ম্য ও পূজা বিধি

মাঘ পূর্ণিমা ব্রত ২০২৫ হিন্দু ধর্মের একটি পবিত্র ও গুরুত্বপূর্ণ দিন, যা ১১ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত থাকবে। এই দিনে গঙ্গা স্নান, দান, পূজা ও জপ-কীর্তনের বিশেষ মাহাত্ম্য রয়েছে। তীর্থরাজ প্রয়াগে মাঘ মেলা ও কল্পবাসের মাধ্যমে ভক্তরা আত্মশুদ্ধি ও মোক্ষ লাভের চেষ্টা করেন। পূজা বিধি, উপবাস এবং দানের মাধ্যমে জীবনে সুখ, সমৃদ্ধি ও কল্যাণ লাভ সম্ভব বলে ধর্মীয় গ্রন্থে উল্লেখ আছে।

error: Content is protected !!