ভারতের ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা

ভারতের ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের তালিকা প্রকাশিত হয়েছে, এবং এবারের পুরস্কারগুলো আবারও দক্ষিণী সিনেমার দিকে ঝুঁকেছে। এখানে সেরা ছবির পুরস্কার পেয়েছে মালায়ালাম ছবি ‘আত্তাম’, যা বলিউডের ছবিগুলিকে পিছনে ফেলে দিয়েছে।
এছাড়াও, সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ঋষভ শেঠি ‘কান্তারা’ ছবির জন্য। সেরা অভিনেত্রী হিসেবে যৌথভাবে পুরস্কার পেয়েছেন নিত্যা মেনন (তামিল ছবি ‘তিরুচিত্রম্বলাম’) এবং মানসী পারেখ (গুজরাতি ছবি ‘কচ্ছ এক্সপ্রেস’)।
নিত্য মেনন, ঋষভ শেট্টি ও মানসী পারেখ
পুরস্কার বিজয়ীদের তালিকা:
সেরা ছবি: আত্তাম (মালায়ালম)
সেরা বিনোদনমূলক ছবি: কান্তারা
সেরা হিন্দি ছবি: গুলমোহর
সেরা বাংলা ছবি: কাবেরী অন্তর্ধান (কৌশিক গঙ্গোপাধ্যায়)
সেরা পরিচালক: উঁচাই (পরিচালক: সূরজ আর বারজাতিয়া)
সেরা নবাগত পরিচালক