জিও হেরিটেজ স্বীকৃতি পেল গনগনি! ‘বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন’ এখন জাতীয় মানচিত্রে

ভারতের ভূবৈজ্ঞানিক সর্বেক্ষণ (GSI) গনগনিকে ‘জিও-হেরিটেজ’ সাইট হিসেবে স্বীকৃতি দিল। এই স্বীকৃতি মেলায় পশ্চিম মেদিনীপুরের এই ল্যাটেরাইট খাঁজ কাটা প্রাকৃতিক সৌন্দর্য এখন গবেষণা ও পর্যটনের নতুন দিগন্ত খুলে দিচ্ছে।