এই ডিসেম্বরেই আসছে ‘ফেলুদার গোয়েন্দাগিরি ২: ভূষর্গ ভয়ংকর’ – ক্রিসমাসে রহস্যের উপহার!

এই ডিসেম্বরেই আসছে 'ফেলুদার গোয়েন্দাগিরি ২: ভূষর্গ ভয়ংকর' – ক্রিসমাসে রহস্যের উপহার!

এই ডিসেম্বর মাসে ক্রিসমাসের আনন্দে যোগ হতে চলেছে এক রোমাঞ্চকর উপহার, কারণ ২০ ডিসেম্বর হইচই-তে মুক্তি পাচ্ছে ফেলুদার গোয়েন্দাগিরি ২: ভুষ্ওর্গ ভয়ংকর। শ্রীজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ফেলুদা সিরিজের নতুন এই অধ্যায় দর্শকদের রহস্য ও উত্তেজনায় ভাসিয়ে নিয়ে যাবে।

কাশ্মীরের মনোরম সৌন্দর্যের পটভূমিতে নির্মিত এই সিরিজের শুটিং হয়েছে গুলমার্গ, খিলানমার্গ এবং পাহালগাম-এর অপূর্ব লোকেশনে। এক অবসরপ্রাপ্ত বিচারকের অতীত সিদ্ধান্ত, প্রতিশোধ এবং হত্যা নিয়ে গড়ে উঠেছে এই রহস্যময় কাহিনি, যা এই ক্রিসমাসকে করবে আরও আকর্ষণীয়।

তারকাখচিত অভিনয় শিল্পীদের তালিকা

এই বহুল প্রতীক্ষিত সিরিজে রয়েছেন অসাধারণ অভিনয়শিল্পীরা, যারা তাদের চরিত্রগুলোকে জীবন্ত করে তুলেছেন। ফেলুদার চরিত্রে অভিনয় করছেন টোটা রায়চৌধুরী, যিনি তার বুদ্ধিমত্তা ও

error: Content is protected !!