কারিনা কাপুরের প্রি-ড্রেপড বেনারসিতে রাজকীয় ফ্যাশন স্টেটমেন্ট

কারিনা কাপুরের প্রি-ড্রেপড বেনারসিতে রাজকীয় ফ্যাশন স্টেটমেন্ট

কারিনা কাপুর খান—নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে একজন খাঁটি অভিনেত্রী এবং সাহসী ফ্যাশনিস্তা। নিজের স্টাইল নিয়ে তিনি কখনোই কোনও পরীক্ষা-নিরীক্ষা করতে পিছপা হন না। সম্প্রতি তাঁকে দেখা গেল এক নজরকাড়া প্রি-ড্রেপড বেনারসি শাড়িতে, যা তাঁকে একেবারে রাজকীয় লুক দিয়েছে।

‘কাভি খুশি কাভি গম’–এর ট্রেন্ডি ‘পু’ থেকে শুরু করে ‘যব উই মেট’–এর প্রাণবন্ত ‘গীত’—কারিনার সিনেমার চরিত্রগুলো সবসময়ই দর্শকদের মনে গেঁথে থাকে। দেখতে দেখতে তিনি পা রেখেছেন অভিনয়জীবনের ২৫ বছরে। এই বিশেষ মাইলফলক উদযাপন করতে ভারতীয় সিনেমা কোম্পানি পিভিআর আইনক্স আয়োজন করেছে ‘কারিনা কাপুর খান ফেস্টিভ্যাল’, যেখানে প্রদর্শিত হবে কারিনার অভিনীত সেরা সিনেমাগুলো।

২০ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই

error: Content is protected !!