ভারতীয় নৌবাহিনীর সাফল্য: আইএনএস অরিঘাট থেকে ৩,৫০০ কিমি পরিসরের কে-৪ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

ভারতীয় নৌবাহিনীর সাফল্য: আইএনএস অরিঘাট থেকে ৩,৫০০ কিমি পরিসরের কে-৪ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

বুধবার, ভারতীয় নৌবাহিনী ৩,৫০০ কিলোমিটার পরিসরের পারমাণবিক সক্ষম কে-৪ সাবমেরিন-লঞ্চড ব্যালিস্টিক মিসাইল (SLBM)-এর সফল পরীক্ষা চালিয়েছে। এই ক্ষেপণাস্ত্রটি নৌবাহিনীর নতুন পারমাণবিক সাবমেরিন আইএনএস অরিঘাট থেকে উৎক্ষেপণ করা হয়েছে। সংবাদ সংস্থা এএনআই বৃহস্পতিবার জানিয়েছে যে, পরীক্ষার ফলাফল বিশ্লেষণাধীন রয়েছে।

এএনআই-এর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ দেওয়া পোস্ট অনুযায়ী, “বুধবার আইএনএস অরিঘাট থেকে ৩,৫০০ কিমি পরিসরের কে-৪ ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করা হচ্ছে। সাবমেরিনটি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড দ্বারা পরিচালিত হয়।”

Indian Navy yesterday carried out the test firing of the 3,500 Km K-4 ballistic missile from the newly-inducted nuclear submarine INS Arighaat.

error: Content is protected !!