গরবার মাঝপথেই থেমে গেল উৎসব, রতন টাটার স্মৃতিতে শ্রদ্ধার নিবেদন

গরবার মাঝপথেই থেমে গেল উৎসব, রতন টাটার স্মৃতিতে শ্রদ্ধার নিবেদন

উৎসবের সঞ্চারেই নেমে এল শোকের বার্তা। জনপ্রিয় শিল্পপতি রতন টাটা ৯ অক্টোবর গভীর রাতে আমাদের ছেড়ে চলে গেছেন। মুম্বইয়ের এক গরবা অনুষ্ঠানে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে উৎসব থামিয়ে দেওয়া হয়। সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

শিল্পপতি রতন টাটার চলে যাওয়ায় গোটা দেশ শোকস্তব্ধ। একাধিক শিল্পক্ষেত্রে তাঁর অবদান অমর হয়ে থাকবে। নবরাত্রির আনন্দের মাঝেই এ খবর বয়ে এনেছে বিষাদের সুর। বাঙালির কাছে ষষ্ঠীর রাতে এ খবর এক আবেগঘন মুহূর্ত তৈরি করে।

মুম্বইয়ের গোরেগাঁওয়ের নেসকো কমপাউন্ডে অনুষ্ঠিত হয়েছিল বিশাল এক গরবা নাইট। তবে রতন টাটার প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে নাচের তালে বাঁধা পড়ল নীরবতা। স্টেজে দাঁড়িয়ে থাকা গরবা শিল্পীরা নত

error: Content is protected !!