ধর্মের নামে এখনও শিশুবলি! পরিচালক শিলাদিত্য মৌলিকের ‘চড়ক’ ছবিতে অন্ধবিশ্বাসের ভয়ঙ্কর রূপ

ধর্মের নামে এখনও শিশুবলি! সমাজ কি এগোচ্ছে নাকি পিছিয়ে পড়ছে?
পরিচালক শিলাদিত্য মৌলিক তাঁর নতুন হিন্দি ছবি ‘চড়ক’-এ তুলে ধরেছেন এক গা শিউরে ওঠা বাস্তব কাহিনি—এক প্রত্যন্ত গ্রামে চড়ক পূজার সময় দুই শিশুকে বলি দেওয়া হয়, শুধুমাত্র ধনসম্পদের লোভে! এখনও কুসংস্কারের অন্ধকারে ঢাকা রয়েছে সমাজের একাংশ, যেখানে ধর্মের নামে চলে নৃশংস হত্যাকাণ্ড। এই চলচ্চিত্র সমাজের চোখ খুলে দেবে? নাকি অন্ধবিশ্বাসের শিকার হতে থাকবে আরও শিশু? বিস্তারিত জানতে পড়ুন।
You said: