ফ্যাশনের মঞ্চে কারিনা, কিয়ারা ও সুহানা: এক সন্ধ্যায় গ্ল্যামারের ঝলক

ফ্যাশনের মঞ্চে কারিনা, কিয়ারা ও সুহানা: এক সন্ধ্যায় গ্ল্যামারের ঝলক

মুম্বাইতে Tira Beauty-এর নতুন স্টোর লঞ্চ উপলক্ষে একত্রিত হলেন বলিউডের তিন গ্ল্যামারাস মুখ কারিনা কাপুর, কিয়ারা আডবাণী ও সুহানা খান। এই তিন প্রজন্মের অভিনেত্রীদের দেখা গেল এক নজরকাড়া ফ্যাশন প্রেজেন্টেশনে। সন্ধ্যায় ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে এই তিন তারকা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন।

কারিনা কাপুরকে দেখা গেল একটি অফ-শোল্ডার কালো পোশাকে, যার সৌন্দর্য সকলকে মুগ্ধ করে। অপরদিকে, কিয়ারা আডবাণী বেছে নেন লাল রঙের পোশাক যার হাতায় গোলাপী মোটিফ ছিল, যা পুরো ফ্যাশন শোতে নতুন এক মাত্রা যোগ করে। সুহানা খান তার নীল রঙের প্যান্টসুটে স্নিগ্ধতা ও ক্লাসের পরিচয় দিলেন। তিন তারকা একত্রে হাসিমুখে পোজ দেন এবং লাল গালিচায় নজর কাড়েন।

অন্যান্য

error: Content is protected !!