কর্নাটকী সঙ্গীতের রানি এম এস সুব্বুলক্ষ্মীকে শ্রদ্ধা জানিয়ে বিদ্যা বালানের নীল শাড়ির অনন্য ফটোগ্রাফিক ট্রিবিউট

কর্নাটকী সঙ্গীতের কিংবদন্তি এম এস সুব্বুলক্ষ্মীর (MS Subbulakshmi) প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে বিদ্যা বালান (Vidya Balan) তাঁর রূপে এক অভিনব ফটোগ্রাফিক ট্রিবিউট দিয়েছেন। বহুপ্রতিভাধর সুব্বুলক্ষ্মী শুধু সঙ্গীতের জগতে নয়, অভিনয়েও তাঁর দক্ষতা প্রমাণ করেছেন। ভারতরত্ন সম্মান প্রাপ্ত সুব্বুলক্ষ্মীকে নিয়ে বিদ্যার এই অভিনব লুক দেখে অনেকেই ধারণা করেছেন, হয়তো বিদ্যা নতুন কোনো বায়োপিকে অভিনয় করতে চলেছেন। তবে এরকম কোনো সিনেমা তৈরির খবর এখনও আসেনি।
এই ফটোগ্রাফিক ট্রিবিউট আসলে এম এস সুব্বুলক্ষ্মীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বিদ্যা বালান ও ফটোগ্রাফার রোহন পিঙ্গালার এক সৃজনশীল প্রয়াস। সুব্বুলক্ষ্মীর শাড়ি পরার স্টাইল থেকে তাঁর সিঁদুরের বিশেষ টিপ, তার উপরে বিভূতির টিকা—এই সবকিছুই পুনঃনির্মাণ করেছেন বিদ্যা।