আজ তাঁর প্রয়াণদিবস: গীতা দত্ত— সুরলোকে হারিয়ে যাওয়া এক বিস্ময় প্রতিভার নাম

আজ গীতাদেবীর প্রয়াণের ৫৩ বছর পূর্ণ হলো। মাত্র ৪২ বছর বয়সে চলে যাওয়া এই কিংবদন্তি শিল্পী বাংলা ও হিন্দি সঙ্গীতকে যা দিয়ে গেছেন, তা অমূল্য। হেমন্ত মুখোপাধ্যায় থেকে উত্তমকুমার— সকলেই মুগ্ধ ছিলেন তাঁর কণ্ঠমাধুর্যে। ‘তুমি যে আমার’ থেকে ‘ওই সুর ভরা দূর নীলিমায়’— আজও শ্রোতারা ফিরে ফিরে শোনেন তাঁর গান।
শ্রদ্ধা ও স্মরণে “মহানায়ক”

কি আশায় বাঁধি খেলাঘর বেদনার বালুচরে
নিয়তি আমার ভাগ্য লয়ে নিশিদিন খেলা করে……