স্বাধীনতার মধ্যরাত: রাজ্যজুড়ে ‘রাত দখলের’ ডাক, পথে নামছেন বাংলার নারীরা

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যা করার মর্মান্তিক ঘটনার প্রতিবাদে আজ মধ্যরাতে রাজ্যজুড়ে পথে নামছেন বাংলার নারীরা। স্বাধীনতার ৭৭তম বছর উদযাপনের মাঝেই নারীর নিরাপত্তার দাবিতে শুরু হয়েছে এই অনন্য আন্দোলন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই প্রতিবাদের ডাক। শহর থেকে জেলা, রাজ্যের বিভিন্ন জায়গায় বড় বড় মোড়ে জমায়েত হবে নারীরা, আর যাঁরা রাস্তায় নামতে পারবেন না, তাঁরা ঘরে থেকেই শাঁখ বাজিয়ে প্রতিবাদে শামিল হবেন।
নারীশক্তির উদাত্ত আহ্বান
কলকাতা থেকে মফস্বল—বাংলার সর্বত্র আজ রাতের মধ্যরাতে জমায়েত হওয়ার আহ্বান জানিয়েছেন নারীরা। প্রথমে নির্দিষ্ট কয়েকটি স্থানে এই জমায়েতের পরিকল্পনা ছিল, কিন্তু সাড়া এতটাই তীব্র হয়েছে যে, এখন শহর ও জেলার নানা