শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বার্তা, দেশ ছেড়েছেন বাশার আল আসাদ?

শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বার্তা, দেশ ছেড়েছেন বাশার আল আসাদ?

সিরিয়ার রাজধানী দামাস্কাসে প্রবেশ করেছে বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে চলে গিয়েছেন। এই প্রেক্ষাপটে, বিদ্রোহীদের হাতে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত সিরিয়ার সরকার, এমনটাই জানালেন প্রধানমন্ত্রী মহম্মদ গাজি জালালি। তবে তিনি চান, এই প্রক্রিয়াটি যেন সংঘাতমুক্ত এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

গত কয়েক দিনে একের পর এক শহর বিদ্রোহীদের দখলে চলে যাচ্ছে। শনিবার রাত থেকেই দামাস্কাস ঘিরে ফেলে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ‘হায়াত তাহরির আল-শাম’ (এইচটিএস) এবং তাদের সহযোগী ‘জইশ আল-ইজ্জা’। রবিবার সকালেই তারা রাজধানীতে প্রবেশ করে এবং একাধিক সরকারি ভবনের দখল নেয়। সেনাবাহিনী বিদ্রোহীদের চাপ সামলাতে না পেরে পিছু হটতে বাধ্য হয়।

সেনাবাহিনীর

*শ্রীশ্রীঠাকুর ও শ্রীশ্রীমায়ের লীলা*

*শ্রীশ্রীঠাকুর ও শ্রীশ্রীমায়ের লীলা*

_একদিন এক বৃদ্ধা দক্ষিণহস্তে যষ্টি ভর করিয়া কাঁপিতে কাঁপিতে আসিলেন, বামহস্তে ছোট একটি পাতার ঠোঙায় কিছু সন্দেশ। বৃদ্ধার প্রাণের আকিঞ্চন — সাধুসেবা। কিন্তু পরমহংস মহাশয়ের কক্ষে গিয়া দেখেন সেখানে বহুভক্তের সমাগম। এমন অবস্থায় বৃদ্ধা কি করিয়া তাঁহার নিকট প্রাণের কথা বলিবেন ?_

_অতঃপর নহবতে আসিয়া বলিলেন, — তুমিই বুঝি মা, পরমহংস মশায়ের পরিবার ?

error: Content is protected !!