হাজরি ২০২৫: এ আর রহমানের গুরুপ্রণাম, হেমা মালিনীর পদ্ম বিভূষণ সম্মান

হাজরি ২০২৫: এ আর রহমান তার গুরু উস্তাদ গুলাম মুস্তাফা খানকে শ্রদ্ধা জানিয়ে সুফি সুরের মাধুর্য পরিবেশন করেন, আর কিংবদন্তি অভিনেত্রী হেমা মালিনী সম্মানিত হন পদ্ম বিভূষণ উস্তাদ গুলাম মুস্তাফা খান পুরস্কারে। তারকাখচিত এই অনুষ্ঠানে উস্তাদজির পরিবারের পরিবেশনা ও সুরের ঐতিহ্য দর্শকদের মন জয় করে।