শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের উপস্থাপনায় ‘দাঁতের লড়াই’—বিপ্লব কায়ালের নতুন ছবি মুক্তি পাচ্ছে ১১ই জুলাই!

শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবার উপস্থাপক! বিপ্লব কায়ালের নতুন ছবি ‘দাঁতের লড়াই’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রাবন্তী ও গোটা টিম। ছোট্ট খুকুর আবেগঘন কাহিনি নিয়ে আসছে এই ছবি, মুক্তি ১১ই জুলাই।