টলিউডের তারকাদের রাত দখলের আন্দোলন: রুকমা, তনুশ্রী, মীর, মিমি ও দিতিপ্রিয়া একযোগে সোচ্চার

টলিউডের তারকাদের রাত দখলের আন্দোলন: রুকমা, তনুশ্রী, মীর, মিমি ও দিতিপ্রিয়া একযোগে সোচ্চার

৪ই সেপ্টেম্বর, টলিউডের একাংশ আবারও পথে নামল রাত দখলের আন্দোলনে। তনুশ্রী চক্রবর্তী, রুকমা রায় সহ একাধিক শিল্পী এবং নাগরিকদের একসঙ্গে দেখা যায় ‘We want justice’ স্লোগান দিতে।

গায়ক সপ্তক সানাই দাস তাঁর স্কুলের বন্ধুদের সঙ্গে হাজরা মোড়ে উপস্থিত হন। গানের মাধ্যমে রাতকে আরও উজ্জ্বল করেন। একই অনুষ্ঠানে সৌরভ পালোধি এবং পরিচালকরা ছবির আঁকা ও স্লোগানে অংশ নেন।

অন্যদিকে, মীর আফসার আলি রুবিতে যোগ দেন এবং সেখানে একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি ‘We want justice’ স্লোগান দেন।

View this post on Instagram A post shared by Mir Afsar Ali (@mirafsarali)

যাদবপুর ৮ বি এলাকায় এদিন নবারুণ বসু

error: Content is protected !!