১৯ বছর পর পর্দায় ফিরছে সুপারহিরো শক্তিমান, মুকেশ খান্নার ঘোষণায় নস্টালজিক ভক্তরা

একটা প্রজন্মের কাছে ‘শক্তিমান’ ছিল এক অবিচ্ছেদ্য অংশ। বহু তরুণের চোখে তখন মুকেশ খান্না ছিলেন বাস্তবের সুপারহিরো। সেই সময়ে মুকেশের অবয়বে সাজানো পোশাকও ছিল বেশ জনপ্রিয়। এই প্রিয় ধারাবাহিক সত্যিই কি আবার ফিরতে চলেছে?