শাহরুখ খানের আবেগঘন অনুরোধ: “আরিয়ান ও সুহানাকে ৫০ শতাংশ ভালোবাসা দিন”

বলিউড বাদশাহ শাহরুখ খান তার ছেলে আরিয়ান খানের প্রথম পরিচালিত ওয়েব সিরিজ “The BA*DS of Bollywood”**-এর উদ্বোধনী অনুষ্ঠানে আবেগঘন অনুরোধ করেন, “যদি আমার সন্তানরা অন্তত ৫০ শতাংশ ভালোবাসা পায়, যতটা আমি পেয়েছি, তাহলেই অনেক হবে।” তার এই বক্তব্য দ্রুত ভাইরাল হয়েছে, আর অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিরিজটির মুক্তির জন্য। বিস্তারিত জানুন এই প্রতিবেদনে!