এবার পরিচালকের ভূমিকায় যিশু সেনগুপ্ত, আসছে পুজোর গান ‘দুগ্গা মা এসেছে’

দুর্গাপুজোর আগে নতুন চমক। প্রথমবার পরিচালকের আসনে যিশু সেনগুপ্ত। সৌরভ দাসের সঙ্গে প্রযোজনা সংস্থা “হোয়াই সো সিরিয়াস” থেকে আসছে পুজোর স্পেশাল গান “দুগ্গা মা এসেছে”। দর্শনার ফার্স্ট লুক ইতিমধ্যেই ভাইরাল।