চার বছরের অপেক্ষার অবসান, আসছে দেবের ‘রঘু ডাকাত’! প্রস্তুতিতে শীর্ষে অভিনেতা, শুটিং শুরু কবে?

চার বছরের অপেক্ষার অবসান, আসছে দেবের ‘রঘু ডাকাত’! প্রস্তুতিতে শীর্ষে অভিনেতা, শুটিং শুরু কবে?

দীর্ঘ চার বছর ধরে প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেতে চলেছে দেব অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘রঘু ডাকাত’। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় নির্মিত এই ছবির শুটিং শুরুর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করেছে নির্মাতারা। তবে ছবির কাজ কেন এতদিন ধরে আটকে ছিল, সেই বিষয়ে উঠেছে নানা প্রশ্ন।

২০২১ সালে এসভিএফ প্রযোজনা সংস্থার তরফে প্রথম ঘোষণা করা হয়েছিল এই ছবির। ডাকাত রঘুর চরিত্রে দেবের প্রাথমিক লুকও তখন প্রকাশ্যে এসেছিল, যা দর্শকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি করেছিল। কিন্তু বাজেট এবং চিত্রনাট্যের জটিলতার কারণে শুটিং শুরু হতে এত বিলম্ব হয়। ধ্রুব জানিয়েছেন, “‘রঘু ডাকাত’ একটি বড় পরিসরের ছবি, তাই এর প্রস্তুতিতে সময় নিচ্ছি।” সূত্রের খবর অনুযায়ী, পরিচালক

error: Content is protected !!