ট্রেলার লঞ্চেই আবেগের ঝড়! ৬ জুন মুক্তি পাচ্ছে তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ‘রাস’

ট্রেলার লঞ্চেই মন ছুঁয়ে গেল দর্শকদের! তথাগত মুখোপাধ্যায়ের নতুন ছবি রাস নিয়ে ফিরছে বাঙালির হারিয়ে যাওয়া স্মৃতির টান, সম্পর্কের গল্প আর নস্টালজিয়া। ৬ জুন মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত এই ছবি।