আড্ডার বদলে প্রতিবাদ: কফি হাউসের টেবিলে জ্বলল মোমবাতি, বাজল প্রতিবাদের সুর

১০ সেপ্টেম্বর ২০২৪: কফি হাউসের নাম বাঙালির আড্ডার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রেমের সূচনা হোক বা বিচ্ছেদের কষ্ট, কফি হাউসের টেবিল সব কিছুর সাক্ষী। তবে এবার এক নতুন উপলক্ষে এই ঐতিহ্যবাহী স্থানটি যুক্ত হলো। আরজি কর কাণ্ডের বিরুদ্ধে গর্জে উঠল কফি হাউস। টেবিলের প্রতিটি কোণায় জ্বালানো হলো মোমবাতি। শুরু হলো প্রতিবাদের গান। জাতীয় সংগীতের মাধ্যমে এক হয়ে গেলেন সকলে। কফি হাউস ফের প্রমাণ করে দিল, কলকাতা তার পুরনো চেতনা হারায়নি। এই কফি হাউস এখনও রয়ে গেছে মানুষের শক্তি ও প্রতিবাদের মঞ্চ হিসেবে।
প্রতিবাদী কফি হাউস
যখন সারা দেশজুড়ে আরজি কর কাণ্ডের বিরুদ্ধে রাস্তায় নেমেছে মানুষ, ঠিক সেই সময় কফি হাউসও