কাট-কপি-পেস্ট, শাহরুখের লুকে সিরিজ প্রমোশনে আরিয়ান খান! নেটফ্লিক্সে আসছে চমকপ্রদ ডেবিউ

শাহরুখ খানের ছেলে আরিয়ান খান আসছেন পরিচালক হিসেবে ডেবিউ সিরিজ নিয়ে। নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে এই বিশেষ শো, যেখানে বাবার স্টাইল নকল করে শুরু হয়েছে প্রমোশন। ফ্যানদের জন্য অপেক্ষা যে বাড়াবাড়ি পর্যায়ের চমক নিয়ে আসছে তা স্পষ্ট।