শাহরুখ খানের আবেগঘন অনুরোধ: “আরিয়ান ও সুহানাকে ৫০ শতাংশ ভালোবাসা দিন”

শাহরুখ খানের আবেগঘন অনুরোধ: "আরিয়ান ও সুহানাকে ৫০ শতাংশ ভালোবাসা দিন"

বলিউড বাদশাহ শাহরুখ খান তার ছেলে আরিয়ান খানের প্রথম পরিচালিত ওয়েব সিরিজ “The BA*DS of Bollywood”**-এর উদ্বোধনী অনুষ্ঠানে আবেগঘন অনুরোধ করেন, “যদি আমার সন্তানরা অন্তত ৫০ শতাংশ ভালোবাসা পায়, যতটা আমি পেয়েছি, তাহলেই অনেক হবে।” তার এই বক্তব্য দ্রুত ভাইরাল হয়েছে, আর অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিরিজটির মুক্তির জন্য। বিস্তারিত জানুন এই প্রতিবেদনে!

নেটফ্লিক্সে নতুন চমক! খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার – বাংলার মাটিতে অপরাধ ও ন্যায়ের লড়াই

নেটফ্লিক্সে নতুন চমক! খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার – বাংলার মাটিতে অপরাধ ও ন্যায়ের লড়াই

নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ “খাকি” এবার পা রাখছে বাংলার মাটিতে! “খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার”-এ ২০০০-এর দশকের বাংলায় অপরাধ ও ন্যায়ের এক রুদ্ধশ্বাস লড়াই দেখা যাবে। নীরজ পান্ডের নতুন নির্মাণে থাকছেন জিত, প্রসেনজিৎ, শাশ্বত, পরমব্রত সহ একঝাঁক তারকা। দুর্দান্ত অ্যাকশন ও থ্রিলারে মোড়া এই সিরিজের জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন!

error: Content is protected !!