ZFIC 2024-এ মুম্বাইয়ে Dua Lipa-র অসাধারণ পারফরম্যান্স শাহরুখ খান মাশআপে

ZFIC 2024-এ মুম্বাইয়ে Dua Lipa-র অসাধারণ পারফরম্যান্স শাহরুখ খান মাশআপে

Dua Lipa তাঁর অসাধারণ পারফরম্যান্সে দর্শকদের মুগ্ধ করে দেন, যেখানে তিনি তাঁর হিট গান Levitating-এর সঙ্গে শাহ রুখ খান-এর জনপ্রিয় গান Woh Ladki Jo (বাগশা) মিশিয়ে একটি ফ্যান-মেড মাশআপ পরিবেশন করেন। Zomato Feeding India Concert (ZFIC) 2024-এ মুম্বাইয়ে এই পারফরম্যান্সটি ছিল এক স্মরণীয় মুহূর্ত। অনুষ্ঠানটি শেষ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ওই পারফরম্যান্সের কয়েকটি ভিডিও ভাইরাল হয়ে যায়। Dua Lipa, যিনি আগে থেকেই শাহ রুখ খান-এর প্রতি তাঁর ভালোবাসা প্রকাশ করেছেন, তার পারফরম্যান্সের মাধ্যমে শো-এর শুরুতেই দর্শকদের অভূতপূর্ব সাড়া পান।

View this post on Instagram A post shared by qualiteaposts (@qualiteaposts)

শাহরুখ খান-এর মেয়ে সুহানা খান নিজের উচ্ছ্বাস নিয়ন্ত্রণ করতে

ফ্যাশনের মঞ্চে কারিনা, কিয়ারা ও সুহানা: এক সন্ধ্যায় গ্ল্যামারের ঝলক

ফ্যাশনের মঞ্চে কারিনা, কিয়ারা ও সুহানা: এক সন্ধ্যায় গ্ল্যামারের ঝলক

মুম্বাইতে Tira Beauty-এর নতুন স্টোর লঞ্চ উপলক্ষে একত্রিত হলেন বলিউডের তিন গ্ল্যামারাস মুখ কারিনা কাপুর, কিয়ারা আডবাণী ও সুহানা খান। এই তিন প্রজন্মের অভিনেত্রীদের দেখা গেল এক নজরকাড়া ফ্যাশন প্রেজেন্টেশনে। সন্ধ্যায় ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে এই তিন তারকা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন।

কারিনা কাপুরকে দেখা গেল একটি অফ-শোল্ডার কালো পোশাকে, যার সৌন্দর্য সকলকে মুগ্ধ করে। অপরদিকে, কিয়ারা আডবাণী বেছে নেন লাল রঙের পোশাক যার হাতায় গোলাপী মোটিফ ছিল, যা পুরো ফ্যাশন শোতে নতুন এক মাত্রা যোগ করে। সুহানা খান তার নীল রঙের প্যান্টসুটে স্নিগ্ধতা ও ক্লাসের পরিচয় দিলেন। তিন তারকা একত্রে হাসিমুখে পোজ দেন এবং লাল গালিচায় নজর কাড়েন।

অন্যান্য

বন্ধুত্বের স্মৃতিতে ভাসলেন সিমি, রতন টাটার প্রয়াণে বিষাদাচ্ছন্ন অভিনেত্রী

বন্ধুত্বের স্মৃতিতে ভাসলেন সিমি, রতন টাটার প্রয়াণে বিষাদাচ্ছন্ন অভিনেত্রী

রতন টাটার প্রয়াণে গোটা দেশ গভীর শোকের আবেশে মোড়ানো। যাঁরা তাঁকে কাছ থেকে চেনেন না, তাঁরাও আজ বিষাদে নিমজ্জিত। প্রবীণ শিল্পপতি রতন টাটার মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর প্রাক্তন প্রেমিকা এবং বর্ষীয়ান অভিনেত্রী সিমি গরেওয়াল। তাঁদের একসময়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যা পরবর্তীতে বন্ধুত্বে রূপ নেয়। সিমি তাঁর প্রিয় বন্ধুর চলে যাওয়া মেনে নিতে পারছেন না, এই শোক সহ্য করতে কষ্ট হচ্ছে বলে জানিয়েছেন।

গত বুধবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন টাটা। বয়সজনিত সমস্যার জন্য চেকআপ করাতে গিয়ে ভর্তি হন, কিন্তু অবস্থার অবনতি হলে তাঁকে আর বাঁচানো যায়নি। প্রিয় বন্ধুর মৃত্যু সংবাদ পেয়ে নিজেকে সামলাতে পারছেন না সিমি।

গরবার মাঝপথেই থেমে গেল উৎসব, রতন টাটার স্মৃতিতে শ্রদ্ধার নিবেদন

গরবার মাঝপথেই থেমে গেল উৎসব, রতন টাটার স্মৃতিতে শ্রদ্ধার নিবেদন

উৎসবের সঞ্চারেই নেমে এল শোকের বার্তা। জনপ্রিয় শিল্পপতি রতন টাটা ৯ অক্টোবর গভীর রাতে আমাদের ছেড়ে চলে গেছেন। মুম্বইয়ের এক গরবা অনুষ্ঠানে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে উৎসব থামিয়ে দেওয়া হয়। সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

শিল্পপতি রতন টাটার চলে যাওয়ায় গোটা দেশ শোকস্তব্ধ। একাধিক শিল্পক্ষেত্রে তাঁর অবদান অমর হয়ে থাকবে। নবরাত্রির আনন্দের মাঝেই এ খবর বয়ে এনেছে বিষাদের সুর। বাঙালির কাছে ষষ্ঠীর রাতে এ খবর এক আবেগঘন মুহূর্ত তৈরি করে।

মুম্বইয়ের গোরেগাঁওয়ের নেসকো কমপাউন্ডে অনুষ্ঠিত হয়েছিল বিশাল এক গরবা নাইট। তবে রতন টাটার প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে নাচের তালে বাঁধা পড়ল নীরবতা। স্টেজে দাঁড়িয়ে থাকা গরবা শিল্পীরা নত

error: Content is protected !!