পিছল মোহন-ইস্ট দ্বৈরথ, কল্যাণী স্টেডিয়ামেই হবে মরশুমের প্রথম ডার্বি

কলকাতা লিগ ২০২৫-এ ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টের ডার্বি ম্যাচ পিছিয়ে ২৬ জুলাই। অনলাইনে টিকিট, নিরাপত্তা ইস্যু ও মাঠ প্রস্তুতির কারণেই এই সিদ্ধান্ত।
ডার্বি জেতাই কি টার্গেট? ডুরান্ড কাপে পূর্ণ শক্তির দল নামাচ্ছে ইস্টবেঙ্গল, ফ্যানেদের উচ্ছ্বাস চরমে

ডুরান্ড কাপ ২০২৫-এ ইস্টবেঙ্গল নামাচ্ছে সিনিয়রদের পূর্ণ শক্তির দল। সম্ভাব্য ডার্বি ম্যাচ সামনে রেখে বদলে গেল পরিকল্পনা, বাড়ল অনুশীলনের গতি। ফ্যানেরা বলছেন—ডার্বি মানেই সম্মান, হার মেনে নেওয়া যায় না!