Met Gala 2025: নীল কার্পেটে ভারতের মো-মেট মুহূর্ত, নজর কাড়লেন শাহরুখ, দিলজিত ও কিয়ারা

Met Gala 2025-এ ভারতীয় তারকাদের নজরকাড়া উপস্থিতি ও ব্ল্যাক ড্যান্ডিজম থিমে স্টাইলিংয়ের নতুন যুগের সূচনা। শাহরুখ, কিয়ারা ও দিলজিত মুগ্ধ করলেন তাঁদের অনন্য পোশাক ও বার্তামূলক এক্সেসরিজ দিয়ে।
মনীশ মালহোত্রার ডিজাইনে দিওয়ালি পার্টিতে কিয়ারা, কৃতির ঝলমলে লুক ভাইরাল

উৎসবের মরসুম মানেই শাড়ির আভিজাত্য। পারিবারিক জমায়েত থেকে পূজার আসর, শাড়ির চাহিদা সর্বত্র। তারকারাও এর ব্যতিক্রম নন। ২২ অক্টোবর মনীশ মালহোত্রার বার্ষিক দীপাবলি পার্টিতে বলিউডের জনপ্রিয় অভিনেত্রীরা উপস্থিত ছিলেন নজরকাড়া শাড়ি পরে। কিয়ারা আদভানি, কৃতি শ্যানন, শোভিতা ধুলিপালা, ডায়ানা পেন্টি, জাহ্নবী কাপুর, কারিশমা কাপুর সহ আরও অনেকেই হাজির ছিলেন এই পার্টিতে। চলুন এক নজরে দেখে নিই গত রাতের তাদের সেরা লুকগুলি।
রেখা
এই দীপাবলি পার্টির জন্য চিরসবুজ রেখা বেছে নিয়েছিলেন একটি কমলা, সোনালি ও হলুদ সিল্কের শাড়ি। সঙ্গে মানানসই সোনালি রেশমের ব্লাউজ, এমব্রয়ডারি করা পোটলি ব্যাগ, সোনার চাঁদবালি, এবং ম্যাচিং মাংটিকা তার সৌন্দর্যে আলোকপাত করে। তার মসৃণ সেন্টার-পার্টেড চুলে