“চন্দননগরে আলোহীন জগদ্ধাত্রী পুজো: প্রতিবাদে বন্ধ মণ্ডপের আলোকসজ্জা”

"চন্দননগরে আলোহীন জগদ্ধাত্রী পুজো: প্রতিবাদে বন্ধ মণ্ডপের আলোকসজ্জা"

চন্দননগরের মধ্যাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি তাদের পুজোর মণ্ডপে আলো বন্ধ করে এক অভিনব প্রতিবাদে সামিল হয়েছে। তাদের অভিযোগ, পুজো মণ্ডপের সামনের পুকুরে দীর্ঘদিন ধরে চলে আসা লেজার শো হঠাৎ দুর্ঘটনার আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে, যদিও এত বছরে কোনো রকম দুর্ঘটনা ঘটেনি।

পুজো কমিটির বক্তব্য

পুজো কমিটির সদস্যরা জানান, স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে, পুলিশ তাদের দেখা করার জন্য পরদিন ডাকলেও পরে কোনোরকম সহায়তা করেনি। এমনকি, বিষয়টি নিয়ে পরিষ্কার করে কিছু জানাতেও অস্বীকৃতি জানায়। ফলে প্রতিবাদের উপায় হিসেবে মণ্ডপের আলোকসজ্জাই বন্ধ করে দেয় কমিটি।

মানুষের বিনোদনের কেন্দ্রবিন্দু

পুজোর এই লেজার শো চন্দননগরের মানুষের কাছে এক আকর্ষণের

error: Content is protected !!