ইরান-ইজরায়েল যুদ্ধ: তেহরানে ভয়াবহ হামলা, খামেনেইকে হত্যার হুঁশিয়ারি, ট্রাম্পের মন্তব্যে নিন্দায় চিন

ইরান-ইজরায়েল যুদ্ধ ভয়াবহ রূপ নিচ্ছে। ইজরায়েল দাবি করেছে, তেহরানের অভ্যন্তরীণ নিরাপত্তা দফতর ধ্বংস করা হয়েছে। খামেনেইকে হত্যার হুমকি দিয়েছেন নেতানিয়াহু, ট্রাম্পের বক্তব্যের তীব্র বিরোধিতা করল চিন।
মধ্যপ্রাচ্যে ভয়াবহ সংঘাত! ইরানের সেনাঘাঁটিতে ইজরায়েলের ব্যাপক বোমাবর্ষণ

ইজরায়েলের বোমাবর্ষণে কেঁপে উঠল ইরানের রাজধানী তেহরান-সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকা। ইরান ও ইজরায়েলের মধ্যে ভয়ানক সংঘর্ষের ইঙ্গিত দিচ্ছে এই হামলা। সম্প্রতি ইরানের ক্ষেপণাস্ত্র আক্রমণের প্রতিশোধ নিতে সরাসরি ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে আঘাত হেনেছে ইজরায়েলি বাহিনী। শনিবার ইজরায়েলি সেনার অবিরাম আক্রমণে তেহরানসহ ইরানের বিভিন্ন জায়গা বোমার আঘাতে কেঁপে ওঠে। পাশাপাশি, ইজরায়েল সিরিয়া এবং ইরাকেও আক্রমণ চালিয়েছে বলে জানা গিয়েছে। ইজরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে, ইজরায়েলের এই আগ্রাসনের মোক্ষম জবাব দিতে প্রস্তুত ইরানি সেনাও। ফলে এই উত্তেজনা মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও তীব্রতর করছে।
চলমান সংঘাতের প্রেক্ষাপট
প্রায় এক বছর ধরে গাজায় ইজরায়েলের সঙ্গে রক্তক্ষয়ী লড়াই চালিয়ে