বড়পর্দায় আসছে ‘মহাবতার’! চিরঞ্জীবী পরশুরাম রূপে দেখা মিলবে ভিকি কৌশলের

মুম্বাই: বলিউডের অন্যতম জনপ্রিয় প্রযোজক দীনেশ ভিজান ও পরিচালক অমর কৌশিক তাঁদের আসন্ন প্রজেক্ট ‘মহাবতার’-এর ঘোষণা করেছেন, যেখানে ভিকি কৌশল অভিনয় করবেন মহাবীর ও ঋষি পরশুরামের ভূমিকায়। ভারতীয় পৌরাণিক কাহিনী অবলম্বনে নির্মিত এই ছবি আগামী ২০২৬-এর বড়দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।
প্রথম লুক ও প্রকাশিত পোস্টার:
ভিকি কৌশল ইনস্টাগ্রামে ছবির প্রথম লুক প্রকাশ করেছেন, যেখানে তাঁকে পরশুরাম চরিত্রে এক নতুন রূপে দেখা যাচ্ছে। তিনি লিখেছেন, “দীনেশ ভিজানের উপস্থাপনায় এবং অমর কৌশিক পরিচালিত ‘মহাবতার’-এ চিরঞ্জীবী পরশুরামের গল্প বড়পর্দায় আসছে। ২০২৬-এর বড়দিনে এই মহাকাব্যিক ছবি মুক্তি পাচ্ছে!”
View this post on Instagram A post shared by Maddock Films (@maddockfilms)
পৌরাণিক
অবশেষে ওটিটিতে আসছে ‘কল্কি ২৮৯৮ এডি’

যারা সিনেমা হলে গিয়ে ‘কল্কি ২৮৯৮ এডি’ দেখতে পারেননি, তাদের জন্য দারুণ খবর!