ছোট্ট রাহার মিষ্টি কথোপকথন: ঠাকুমা নীতু কাপুরকে দেখে কী বলল আলিয়াকন্যা?

ছোট্ট রাহার মিষ্টি কথোপকথন: ঠাকুমা নীতু কাপুরকে দেখে কী বলল আলিয়াকন্যা?

আলিয়া ভাট ও রণবীর কাপুরের কন্যা রাহা (Raha Kapoor) এবার সোশাল মিডিয়ায় সবার মন জয় করেছে। জন্মের প্রায় দুই বছর হতে চলল, আর তার মুখে এখন আধো বুলি, যা অত্যন্ত আদুরে। সম্প্রতি রাহা ও তার পিতামাতা মুম্বাই ছাড়ার সময় ঠাকুমা নীতু কাপুরের সঙ্গে এক মিষ্টি মুহূর্তের সাক্ষী হলো সকলে।

View this post on Instagram A post shared by Viral Bhayani (@viralbhayani)

বিমানবন্দরের সিকিউরিটি চেকের সময়, আলিয়া এবং রণবীর যখন রাহাকে নিয়ে ঢুকছিলেন, তখন তাঁদের চারপাশে ছিলেন অনেক পাপারাজ্জি। এই সময় রাহা প্রথমে একটু ভয়ে ছিল, কিন্তু দ্রুতই তাঁর মুখে ফুটে ওঠে হাসি। সে হাত দিয়ে ইশারা করতে শুরু করে।

error: Content is protected !!