শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বার্তা, দেশ ছেড়েছেন বাশার আল আসাদ?

সিরিয়ার রাজধানী দামাস্কাসে প্রবেশ করেছে বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে চলে গিয়েছেন। এই প্রেক্ষাপটে, বিদ্রোহীদের হাতে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত সিরিয়ার সরকার, এমনটাই জানালেন প্রধানমন্ত্রী মহম্মদ গাজি জালালি। তবে তিনি চান, এই প্রক্রিয়াটি যেন সংঘাতমুক্ত এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
গত কয়েক দিনে একের পর এক শহর বিদ্রোহীদের দখলে চলে যাচ্ছে। শনিবার রাত থেকেই দামাস্কাস ঘিরে ফেলে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ‘হায়াত তাহরির আল-শাম’ (এইচটিএস) এবং তাদের সহযোগী ‘জইশ আল-ইজ্জা’। রবিবার সকালেই তারা রাজধানীতে প্রবেশ করে এবং একাধিক সরকারি ভবনের দখল নেয়। সেনাবাহিনী বিদ্রোহীদের চাপ সামলাতে না পেরে পিছু হটতে বাধ্য হয়।
সেনাবাহিনীর
দাবিপূরণ না হলে মঙ্গলবার থেকে সর্বাত্মক চিকিৎসক ধর্মঘট, সিনিয়র-জুনিয়রদের যৌথ হুঁশিয়ারি

সোমবারের মধ্যে সকল দাবি মানা না হলে আবারও ধর্মঘটে নামবেন চিকিৎসকেরা। শুক্রবার, সিনিয়র ডাক্তারদের সাথে বৈঠকের পর জুনিয়র চিকিৎসকরা একযোগে এই হুঁশিয়ারি দিয়েছেন। জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার জানিয়েছেন, “সোমবারের মধ্যে যদি মুখ্যমন্ত্রী আমাদের দাবি মেনে না নেন, তবে মঙ্গলবার আমরা পূর্ণাঙ্গ ধর্মঘটে যেতে বাধ্য হব।” তিনি আরও জানান, এই ধর্মঘটে সিনিয়র ডাক্তাররাও তাঁদের পাশে থাকবেন। সাংবাদিক বৈঠকে দেবাশিসের সাথে সিনিয়র এবং অন্যান্য জুনিয়র ডাক্তাররাও উপস্থিত ছিলেন।
জুনিয়র ডাক্তাররা ১০ দফা দাবি নিয়ে আমরণ অনশনে বসেছেন। আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার তদন্ত ও স্বাস্থ্য ক্ষেত্রে সংস্কারের দাবিতে গত দুই মাস ধরে চলছে তাঁদের এই আন্দোলন। সরকার এখনো তাঁদের দাবির