কাশ্মীরের শুটিং অভিজ্ঞতা ও ফেলুদার ফিরে আসা: টোটা রায়চৌধুরীর মুখে ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’র কাহিনি

১৬ সেপ্টেম্বর ২০২৪ঃ শুটিং অনেক আগেই শেষ হয়েছে। ডাবিংয়ের কাজও সম্পন্ন। শুধু বাকি সামান্য ‘প্যাচওয়ার্ক’ আর আবহসঙ্গীতের কাজ। এই বছরও প্রায় শেষের দিকে। এমন সময় সৃজিত মুখোপাধ্যায়ের ‘ফেলুদা’ সিরিজ়ের মুক্তির দিন নিয়ে আলোচনায় সরগরম টলিপাড়া। কবে আসছে ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’?