Emmys 2024: লাল গালিচায় সেলেনা গোমেজ থেকে জেনিফার অ্যানিস্টন পর্যন্ত তারকাদের ফ্যাশনের ঝলক

Emmys 2024: লাল গালিচায় সেলেনা গোমেজ থেকে জেনিফার অ্যানিস্টন পর্যন্ত তারকাদের ফ্যাশনের ঝলক

এমি অ্যাওয়ার্ড ২০২৪-এর লাল গালিচা এবারও ছিল গ্ল্যামার আর ফ্যাশনের মোহনীয় প্রদর্শনী। লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণের অনুষ্ঠানে একঝাঁক তারকা ফ্যাশন এবং স্টাইলের প্রদর্শনী করে মুগ্ধ করেছেন সকলকে। ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এর তারকা সেলেনা গোমেজ থেকে ‘ব্রিজারটন’-এর নিকোলা কফলান, এমনকি ‘দ্য বিয়ার’-এর জেরেমি অ্যালেন হোয়াইট পর্যন্ত- লাল গালিচায় মুগ্ধকর উপস্থিতি ছিল সকলের। ৭৬ তম এমি পুরস্কারের এই রেড কার্পেটের কিছু উজ্জ্বল মুহূর্ত রইল পাঠকদের জন্য।

সেলেনা গোমেজ

সেলেনা গোমেজ একটি অত্যাধুনিক কালো রাল্ফ লরেন গাউনে সকলকে মুগ্ধ করেন। পোশাকটিতে সিলুয়েট হাগিং ডিজাইন এবং স্ফটিক দিয়ে সজ্জিত একটি হল্টার নেকলাইন ছিল। সেলেনা প্রথমবারের মতো তাঁর বাগদানের

error: Content is protected !!