‘শিমুল পলাশ’: শিবপ্রসাদ ও কৌশানির সঙ্গে প্রেম, সংস্কৃতি ও জীবনের রঙিন সুরে উইন্ডোজ প্রোডাকশনের অনন্য নিবেদন

'শিমুল পলাশ': শিবপ্রসাদ ও কৌশানির সঙ্গে প্রেম, সংস্কৃতি ও জীবনের রঙিন সুরে উইন্ডোজ প্রোডাকশনের অনন্য নিবেদন

কলকাতা, ১৪ই সেপ্টেম্বর ২০২৪: উইন্ডোজ প্রোডাকশন তাদের আসন্ন পূজো রিলিজ ‘বহুরূপী’ সিনেমার প্রথম গান ‘শিমুল পলাশ’ প্রকাশ করেছে। গানটিতে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখার্জি এবং কৌশানি মুখার্জি। গানটি গেয়েছেন মূল বহুরূপী শিল্পী নানিছোরা দাস বাউল এবং শ্রেষ্ঠা দাস, সুর দিয়েছেন নানিছোরা দাস বাউল ও বনি চক্রবর্তী, এবং এর কথা লিখেছেন ননিচোরা দাস বাউল।

গানটিতে বিক্রম ও ঝিমলির বিবাহিত জীবনের যাত্রা চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। গানটির শুরুতেই দেখা যায় ঝিমলি তার বিয়ের দিনের প্রস্তুতি নিচ্ছে, শরীরে পলাশ ফুলের গয়না। অন্যদিকে বিক্রম তার বন্ধুদের নিয়ে বিয়ের মণ্ডপে আসছে। বিয়ের উৎসবের প্রাণবন্ত ও খুশিময় পরিবেশটি এই গানে জীবন্ত হয়ে উঠেছে। বিয়ের পর বিক্রম

error: Content is protected !!