দীপাবলিতে কুকুরের আরাধনা: ভিন্ন রীতিতে নেপালি সম্প্রদায়ের অভিনব উৎসব

দীপাবলিতে কুকুরের আরাধনা: ভিন্ন রীতিতে নেপালি সম্প্রদায়ের অভিনব উৎসব

বাঙালির কালীপুজোর পাশাপাশি নেপালি সম্প্রদায়ে পালিত হচ্ছে এক বিশেষ ঐতিহ্য—”কুকুর তেওহর,” যেখানে পরিবারের প্রিয় সারমেয়দের দেবত্বে অভিষিক্ত করে পুজো করা হয়। নেপাল এবং ভারতীয় নেপালি সম্প্রদায়ের এই বিশেষ উৎসবে সারমেয়দের গলায় মালা পরানো, তিলক দিয়ে বরণ করার মধ্য দিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

আলোর উৎসবের সঙ্গেই কুকুর পুজোর এক ঐতিহ্য

দীপাবলির আলোর রোশনাই যখন চারদিকে ছড়িয়েছে, তখন নেপালের মানুষ উদযাপন করছেন কুকুরের উৎসব, কুকুর তেওহর। এই দিনে নেপালিরা বিশ্বাস করেন যে, কুকুর ভগবান ভৈরবের বাহন এবং তাঁর অনুগত সঙ্গী। তাই দেবভক্তিতে অভিষিক্ত করতেই কুকুরদের স্নেহ, সম্মান আর পূজায় সজ্জিত করা হয়।

পুরোহিতের আর্শীবাদ ও কুকুরদের প্রিয় খাবার

error: Content is protected !!