ইউরোপে তাপপ্রবাহ: নজিরবিহীন গরমে বিপর্যস্ত মহাদেশ 🔥

তীব্র গরমে হাঁসফাঁস গোটা ইউরোপ। স্পেন, পর্তুগাল, ফ্রান্স, ইটালি, গ্রিস থেকে সুইৎজ়ারল্যান্ড— সর্বত্র পারদ ছুঁয়েছে বিপজ্জনক সীমা। গরমে জুরিখ, জেনেভার মতো শহর টেক্কা দিচ্ছে দিল্লি, কলকাতাকে! কী কারণে এই ভয়াবহ উষ্ণতা? জানুন বিশদে।