ন’বছর পরে বড় পর্দায় কামব্যাক দেব-শুভশ্রী জুটি, টিজারে ‘ধূমকেতু’ নিয়ে তুঙ্গে উত্তেজনা!

দীর্ঘ ৯ বছর পর টলিউডে ফিরল দেব ও শুভশ্রীর হিট জুটি। মুক্তির অপেক্ষায় রহস্য-রোম্যান্সে মোড়া বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। টিজারেই নজর কাড়লেন দেব—ডায়লগ, অ্যাকশন আর আবেগে পূর্ণ।