আরামদায়ক এই ৩টি স্টাইলিশ প্যান্ট এখন ট্রেন্ডের শীর্ষে

অতীতের কিছু আরামদায়ক আর স্টাইলিশ বটমওয়্যার একুশ শতকে আবার ফিরে এসেছে তরুণ ফ্যাশনপ্রেমীদের হাত ধরে। এ তালিকায় কালোত্তীর্ণ ওয়াইড লেগ থেকে শুরু করে কার্গো কিংবা পেপারব্যাগ প্যান্টের নাম সবার আগে রাখতেই হয়। নিজের স্বাচ্ছন্দ্যই এখন ফ্যাশনে মূল প্রতিপাদ্য। তাই আরাম আর স্টাইল বিবেচনায় বেছে নিতে হবে পছন্দের বটমওয়্যারটি। আর এর সঙ্গে কী পরতে হবে, সেটার ওপর নির্ভর করবে পুরো লুক।
১.