৭৪-এ ‘কুলেস্ট অফ দ্য কুল’ রজনীকান্তকে শাহরুখ খানের শুভেচ্ছা, শেয়ার করলেন দুর্লভ পুরনো ছবি

নিজস্ব প্রতিবেদন: ১২ ডিসেম্বর ২০২৪-এ ৭৪ বছরে পা দিলেন ভারতের কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। এই বিশেষ দিনে ভক্ত থেকে শুরু করে সেলেব্রিটিরা, সবাই তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। বলিউড বাদশা শাহরুখ খানও এই তালিকায় সামিল। কিং খান নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রজনীকান্তকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি পুরনো ছবি শেয়ার করেছেন।
শাহরুখ খান তাঁর পোস্টে লেখেন,
“সবচেয়ে কুল মানুষের জন্য জন্মদিনের শুভেচ্ছা। যিনি সমস্ত বসদের বস। একজন মানুষ, একজন কিংবদন্তি এবং একেবারেই অসাধারণভাবে সহজ, যদিও তিনি হলেন সুপারস্টারদের সুপারস্টার!!
অক্ষয় কুমারের জন্মদিনে চমক: বাটি হাতে রহস্যময় বার্তা!

জন্মদিনে অক্ষয় কুমারের কাছ থেকে ভক্তদের জন্য এলো এক দুর্দান্ত চমক!