আবারও টলিপাড়ায় তোলপাড়! নতুন ডিরেক্টরস গিল্ড ছাড়লেন একঝাঁক পরিচালক, উঠছে অস্তিত্ব সংকটের প্রশ্ন

নতুন ডিরেক্টরস গিল্ড থেকে একের পর এক পরিচালকের পদত্যাগে তোলপাড় টলিপাড়া। সৃজিত-কৌশিকদের পথ অনুসরণ করে এবার গিল্ড ছাড়লেন সৌমেন হালদার, সৃজিত রায়-সহ আরও অনেকে। উঠে আসছে গিল্ডের অস্তিত্ব সংকটের প্রশ্ন।