নেটফ্লিক্সে নতুন চমক! খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার – বাংলার মাটিতে অপরাধ ও ন্যায়ের লড়াই

নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ “খাকি” এবার পা রাখছে বাংলার মাটিতে! “খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার”-এ ২০০০-এর দশকের বাংলায় অপরাধ ও ন্যায়ের এক রুদ্ধশ্বাস লড়াই দেখা যাবে। নীরজ পান্ডের নতুন নির্মাণে থাকছেন জিত, প্রসেনজিৎ, শাশ্বত, পরমব্রত সহ একঝাঁক তারকা। দুর্দান্ত অ্যাকশন ও থ্রিলারে মোড়া এই সিরিজের জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন!