দূরত্বে নয়, সম্মানেই রয়ে গেল বন্ধন! শুভশ্রীর প্রশংসায় দেব, বললেন ‘আমি ওকে কী-ই বা দেব’

দীর্ঘ ৯ বছর অপেক্ষার পর মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’। ছবির প্রচারে না দেখা গেলেও, দেবের মুখে উঠে এল শুভশ্রীর জন্য সম্মান আর প্রশংসা। সম্পর্কের সমাপ্তি হলেও থেকে গেল পারস্পরিক শ্রদ্ধা—বড় বার্তা দিল এই সাক্ষাৎকার।