‘ও মন ভ্রমণ’: টলিউডে তিন নায়িকার বন্ধুত্বের গল্প, রাজর্ষির নতুন সিনেমায় মেয়েবেলার উদযাপন

টলিউডে শুরু হয়েছে নতুন ছবি ‘ও মন ভ্রমণ’-এর শুটিং। রাজর্ষি দে পরিচালিত এই সিনেমা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। শ্রাবন্তী চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায় এবং নুসরত জাহান—টলিউডের তিন প্রথমসারির নায়িকা একসঙ্গে ধরা দেবেন বন্ধুত্বের গল্পে। সিনেমাটি বলিউডে তৈরি হওয়ার দীর্ঘ প্রতীক্ষিত ‘গার্লস ট্রিপ’-এর স্বপ্নপূরণ করে দিয়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে।
নুসরত জাহান, স্বস্তিকা মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শাহিল
রাজর্ষির কথায় ‘বন্ধুত্বের জাদু’
পরিচালক রাজর্ষি দে জানালেন, বাংলার নায়িকাদের মধ্যে বন্ধুত্বের যে সহজাত রসায়ন রয়েছে, সেটাই এই সিনেমার অন্যতম ইউএসপি। শুটিং শুরুর আগে শ্রাবন্তী, স্বস্তিকা এবং নুসরত মিলে একসঙ্গে আড্ডায় বসেছিলেন, যাতে বন্ধুত্বের রসায়ন শুটিংয়ের সময় আরও স্বাভাবিকভাবে প্রকাশ পায়। রাজর্ষি বলছেন, “বাংলার