শাহরুখ খানের ‘কিং’-এ জ্যাকি শ্রফের আগমন, বলিউডে ফের অনিল-জ্যাকির ম্যাজিক!

‘কিং’-এ শাহরুখ খানের সঙ্গে যুক্ত হলেন জ্যাকি শ্রফ, ফিরছে অনিল-জ্যাকির বিখ্যাত জুটি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই হাই-ভল্টেজ অ্যাকশন থ্রিলার নিয়ে বলিউডে জোর চর্চা।
শাহরুখ খানের ক্যারিশমায় মাত দিল্লির বিয়েবাড়ি! পারফরম্যান্সের জন্য কত পারিশ্রমিক নিলেন কিং খান?

শাহরুখ খান মানেই জাদু, ক্যারিশমা আর বিনোদনের ঝড়। সম্প্রতি এমনই এক ঝড় বয়ে গেল দিল্লির একটি বিয়েবাড়িতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বেশ কিছু ভিডিওতে দেখা গিয়েছে শাহরুখকে স্টেজ মাতাতে। কখনও ‘ঝুমে জো পাঠান’ গানে নাচ, কখনও বা ‘জব তক হ্যায় জান’ ছবির বিখ্যাত ডায়লগ বলে উপস্থিত সকলকে মুগ্ধ করতে দেখা যায় তাঁকে। এমনকি নতুন বর-কনের সঙ্গে মঞ্চে মিষ্টি মুহূর্তও ভাগ করে নেন তিনি। আর এতসবের জন্য কিং খান কত পারিশ্রমিক নিলেন, তা নিয়েই এখন তুমুল কৌতূহল।
কী ঘটেছে?
ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, দিল্লির একটি বিয়েবাড়িতে উপস্থিত ছিলেন শাহরুখ খান। কখনও গানের তালে নাচছেন, কখনও কনের সৌন্দর্যের প্রশংসা করছেন।
ফ্যাশনের মঞ্চে কারিনা, কিয়ারা ও সুহানা: এক সন্ধ্যায় গ্ল্যামারের ঝলক

মুম্বাইতে Tira Beauty-এর নতুন স্টোর লঞ্চ উপলক্ষে একত্রিত হলেন বলিউডের তিন গ্ল্যামারাস মুখ কারিনা কাপুর, কিয়ারা আডবাণী ও সুহানা খান। এই তিন প্রজন্মের অভিনেত্রীদের দেখা গেল এক নজরকাড়া ফ্যাশন প্রেজেন্টেশনে। সন্ধ্যায় ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে এই তিন তারকা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন।
কারিনা কাপুরকে দেখা গেল একটি অফ-শোল্ডার কালো পোশাকে, যার সৌন্দর্য সকলকে মুগ্ধ করে। অপরদিকে, কিয়ারা আডবাণী বেছে নেন লাল রঙের পোশাক যার হাতায় গোলাপী মোটিফ ছিল, যা পুরো ফ্যাশন শোতে নতুন এক মাত্রা যোগ করে। সুহানা খান তার নীল রঙের প্যান্টসুটে স্নিগ্ধতা ও ক্লাসের পরিচয় দিলেন। তিন তারকা একত্রে হাসিমুখে পোজ দেন এবং লাল গালিচায় নজর কাড়েন।
অন্যান্য