‘ইন্ডিয়া কৌতুর উইক’-এর র্যাম্পে জাহ্নবী কাপুর, জয়ন্তী রেড্ডির শোস্টপার হয়ে মাতালেন সবাইকে

‘ইন্ডিয়া কৌতুর উইক ২০২৫’-এর ষষ্ঠ দিনটি যেন শুধুই জাহ্নবীর নামে লেখা হয়ে গেল। জয়ন্তী রেড্ডির শোস্টপার হয়ে যেভাবে ফ্যাশন ও সৌন্দর্যের সংজ্ঞা নতুন করে লিখলেন তিনি, তা নজরকাড়া তো বটেই, মুগ্ধতাও ছড়াল আন্তর্জাতিক স্তরেও।