রাজ-শুভশ্রীর ছোট্ট রাজকন্যা ইয়ালিনির প্রথম জন্মদিন: অদেখা মুহূর্তের গল্প

আজকের দিনটা বিশেষ। কারণ, আজ থেকে ঠিক এক বছর আগে, ৩০ নভেম্বর, রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ঘর আলো করে জন্ম নেয় তাঁদের ছোট্ট কন্যা ইয়ালিনি। দেখতে দেখতে ইয়ালিনি এক বছরের এক নতুন অধ্যায় শুরু করল। চক্রবর্তী পরিবারের খুশি যেন আজ আকাশ ছোঁয়া। রাজকন্যার প্রথম জন্মদিনের বিশেষ মুহূর্তে এলাহি আয়োজন থাকবে, এটাই স্বাভাবিক। তবে শুভশ্রী এই বিষয়ে বিশেষ কিছু না জানালেও সোশ্যাল মিডিয়ায় মেয়ের অদেখা কিছু ছবি শেয়ার করে প্রথম জন্মদিনের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
অদেখা মুহূর্তের ফ্রেমে মা-মেয়ের ভালবাসা
শুভশ্রী পোস্ট করেছেন কিছু অমূল্য মুহূর্ত। হাসপাতালের বেডে মেয়েকে প্রথমবার কোলে নেওয়ার সেই অনুভূতি থেকে ঠাম্মির কোলে