শীতের আগমনে বিজ্ঞাপনী দুনিয়ায় মৌসুমী চট্টোপাধ্যায়, প্রথমবারের অভিজ্ঞতায় সোনাক্ষীর অনুরোধে বললেন ‘আমায় রান্না করে খাওয়াও’

কলকাতা, ২৫ অক্টোবর ২০২৪: শীতের আগমন মানেই বিনোদন দুনিয়ায় নানান উৎসাহ। তার মধ্যেই চমক দিয়ে ফিরে এসেছেন মৌসুমী চট্টোপাধ্যায়। প্রথমবারের মতো কোনও বিজ্ঞাপনী ছবিতে দেখা যাবে তাঁকে। এই বিশেষ ছবির পরিচালক অভিজিৎ শ্রীদাস জানালেন, “তরুণ মজুমদারের হাত ধরে অভিনয়ে আগমন, সেই সৌভাগ্যই যেন বিজ্ঞাপনী ছবিতে এনে পূরণ করতে পারলাম।”
দীর্ঘ বিরতির পর তিনি যখন আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন, তখন তাঁর মেজাজ আগের মতোই প্রাণবন্ত। “আমার মনমতো চরিত্র দিন, তবে অভিনয়ে ফেরার ইচ্ছে আমার আছে। চরিত্রে যেন থাকে মজার ছোঁয়া, ঘরোয়া ভাব, এবং গভীরতা।” তাঁর হাসি যেন আগের মতোই ঝিলিক দেয়, হাসি মুখে চওড়া হাসি দিয়ে সে সেটের সবাইকে মাতিয়ে